শেরপুর প্রতিনিধি
:শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সদর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আসাদ মেম্বার ও ছাত্রদল নেতা আনন্দর তত্ত্বাবধানে পাইকুরা বাজার মাঠে বৈশাখী মেলার নামে জুয়ার আসর উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে ঝিনাইগাতী থানা পুলিশ। আজ শনিবার সন্ধায় হামলার শিকার হয়েছেন দুই এস আই সহ ৫ পুলিশ সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছর ঝিনাইগাতী উপজেলায় পাইকুরা বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আসাদ মেম্বার ও ছাত্রদল নেতা আনন্দের তত্ত্বাবধানে জুয়ার আসর বসে। বিষয়টি ঝিনাইগাতি পুলিশের নজরে এলে এসআই মো হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামান নেতৃত্বে উচ্ছেদ অভিযানে যায় পুলিশ সদস্যরা। এ সময় আসাদ মেম্বার ও আনন্দের নেতৃত্বে স্থানীয় ২০ থেকে ৩০ জন জুয়ারী পুলিশের ওপর হামলা করে। জুয়ারীদের হামলায় এস আই মো হারুন অর রশিদ, এ এসআই মনিরুজ্জামান,কনস্টেবল তাজুল,কনস্টেবল শহিদুল, কনস্টেবল ফরহাদ আহত হয়।পুলিশ সদস্যরা ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযুক্ত সুলতান ও আসাদ মেম্বার এর বক্তব্য পাওয়া যায়নি।
অভিযুগের বিষয়ে ছাত্রদল নেতা আনন্দ দেশ রূপান্তর কে বলেন, ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সুলতান পাইকুরা বাজারে বৈশাখী মেলায় আমাদেরকে জুয়া খেলার অনুমতি দেয়। এজন্য সে আমাদের কাছ থেকে টাকা নেয়। পুলিশ আমাদেরকে দাওয়া দিলে আমরা চলে যাই। পুলিশের উপর হামলার বিষয়ে আমি কিছু জানি না।
ঝিনাইগাতী থানার ওসি মোঃ আল আমিন জানায়, পাইকুরা বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসর বসার খবর পেয়ে এস আই মো হারুন অর রশিদ, এ এসআই মনিরুজ্জামান সহ পাঁচ সদস্যের একটি টিম জুয়ার আসর উচ্ছেদে গিয়ে হামলার শিকার হয়। এই বিষয়ে আজ রাতেই মামলা করা হবে।এবং আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply